Friday, October 31, 2025

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

আরও পড়ুন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বি-টাউনের গ্ল্যামার জগতের বাইরে তিনি বেশকিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বিশ্বজুড়ে নারীস্বাস্থ্য ও লিঙ্গসমতার পক্ষেও নিয়মিত কথা বলেন এই নায়িকা। দায়িত্ব পালন করছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএফপিএর ভারতের লিঙ্গসমতা বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে। এবার যাচ্ছেন ভারতের প্রতিনিধি হয়ে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ। থাকবেন মূল বক্তা হিসেবে।
সেখানে বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও নেতাদের সঙ্গে কৃতি অংশ নেবেন ‘ওম্যান্স হেলথ-গ্লোবাল ওয়েলথ ক্যাটালাইজিং রিটার্নস অন বোল্ড ইনভেস্টমেন্টস’ শীর্ষক আলোচনায়।

আরও পড়ুনঃ  পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? সহজ সমাধান এনেছে গুগল

যার প্রধান উদ্দেশ্য হলো—নারীর স্বাস্থ্যে বিনিয়োগের ইতিবাচক প্রভাব তুলে ধরা এবং দেখানো যে, এটি শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং বৈশ্বিক অর্থনীতি ও সমাজকে আরও শক্তিশালী করার এক অপরিহার্য উপায়।

চলচ্চিত্র জগতের বাইরেও কৃতির এই ভূমিকা তার বহুমাত্রিক পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘মিমি’ বা ‘বচন পান্ডে’-এর মতো সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জনের পর তিনি এখন সমাজে বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন। ইউএনএফপিএর সঙ্গে যুক্ত হয়ে নারীস্বাস্থ্য, সমান সুযোগ ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন কৃতি।

আরও পড়ুনঃ  তৃতীয় দিনের মতো চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

এ উচ্চপর্যায়ের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করা কৃতির জন্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি ভারতীয় সেলিব্রেটিদের বৈশ্বিক আলোচনায় অংশগ্রহণের এক নতুন দিগন্তও খুলে দিচ্ছে। তার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে—কীভাবে বিনোদনজগতের তারকারা সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করে বাস্তব পরিবর্তনে অনুপ্রেরণা দিতে পারেন।

কৃতিকে সবশেষ দেখা যায় ‘দো পাত্তি’ সিনেমায়। এটি নেটফ্লিক্সে প্রকাশ পায়। সিনেমাটি পরিচালনা করেন শশাঙ্ক চতুর্বেদী। এতে আরও অভিনয় করেন কাজল ও শাহির শেখ।

আরও পড়ুনঃ  অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ